তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলা শাখার কাউন্সিল আগামী বৃহস্পতিবার।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলার ২০২১-২২ সেশনের কাউন্সিল আগামী ১৭ই জুন রোজ বৃহস্পতিবার দুপুর ২ঘটিকার সময় আঙ্গারজুর আলিম মাদ্রাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পুর্ব তালামীযের সভাপতি মুহাম্মদ ইসলাম উদ্দিন চৌধুরী।
কাউন্সিল সফল ও স্বার্থক করার লক্ষ্যে সকল আঞ্চলিক, ইউনিয়ন, ও মাদ্রাসা শাখা সহ সাবেক বর্তমান সকল তালামীয কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের একান্ত উপস্থিতির জন্য আহবান করছি।
দাওয়াতক্রমেঃ
সভাপতি ও সম্পাদক
গোয়াইনঘাট উপজেলা তালামীয।
জালালাবাদ / বিজ্ঞপ্তি /১২৩২