এদিকে সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। রোগীকে বাঁচাতে তাদের স্বজনরা আইসিইউর জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ৭ জন সিলেটের। সেই সাথে সনাক্ত হওয়া ৩৬২ জনের মধ্যে সিলেটের ১৬৫ জন রয়েছেন। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২৫ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ৭ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৫০২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪০৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৮ জন রয়েছেন।
বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জালালাবাদ /৪৬৮৯