সিলেটের জাতীয় পার্টি যেন আগের চেয়ে আরও অনেক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। তার পেছনের মহাকারিগর হয়ে উঠেছেন সিলেট ৩ আসনের জাতীয় পার্টি মনোনিত প্রার্থী (লাঙ্গল) আতিকুর রহমান আতিক।
ইতমধ্যে তার সমর্থনে লাঙ্গল-কে জয়ী করতে সাবেক বর্তমান নেতাকর্মীরা মাঠে কাজ করছেন দল বেধে। তাদের মধ্যে একটাই লক্ষ্য এবার লাঙ্গল চাই। অর্থাৎ আতিকের বিজয় নিশ্চিত না করে ঘরে ফিরতে চান না তৃণমূলের নেতারা।
জাতীয় পার্টি একটি পুরাতন রাজনৈতিক দল হওয়াতে প্রতিটি এলাকায় রয়েছে তাদের নেতাকর্মী। যে কারণে নির্বাচনকে ঘিরে মাঠে নেমেছেন অনেক প্রবীণ এবং নবীন নেতারা।
আতিকের প্রচারণায় প্রবাসী নেতারাও পিছিয়ে নেই৷ তারাও প্রচার করছেন বেশ জোরালোভাবে। যেখানে পরিচয় সেখানেই যেন লাঙ্গলের জয়। এই প্রসঙ্গে নিয়মিত সারছেন কথার ফাঁকে আতিকের লাঙ্গলের আলাপচারিতা।
জাতীয় পার্টি কাতারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন জালালাবাদ ভিউ-কে বলেন, আমরা শতভাগ প্রত্যাশী যদি নির্বাচন সুষ্ঠু হয় তবে জয় আমাদেরই হবে। কেননা এখন মানুষ পরিবর্তন ও শান্তির পক্ষে। তৃণমূলে যেভাবে আমাদের পুরাতন অভিজ্ঞ কর্মীরা মাঠে নেমেছেন এতে আশা করাই যায় গণমানুষের মুখে মুখে লাঙ্গলের সুর উঠেছে।
দেখা হল জাতীয় পার্টির এক ক্ষুদ্র পরিচয় দেওয়া তৃণমূলের কর্মী সেলিম আহমেদের সাথে। যিনি তার জীবনের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন জাতীয় পার্টি দিয়ে। এত উত্তান – পতনেও পা পিছলে নি তার। তিনি জানান- ‘যতদিন প্রতীক বেচে থাকবে আমি লাঙ্গলের হয়ে কাজ করব’
এরকম আরও হাজারো নেতাকর্মী মাঠে চড়ে বেড়াচ্ছেন মানুষের দরজায় লাঙ্গলের জন্য। যদিও আপাতত লকডাউনে প্রচারণা বন্ধ তবুও তাদের মুখ থেকে কে থামাবে লাঙ্গলের জোয়ার?
জালালাবাদ /জুয়েল /৪৬৭৮