আরও – বাহরাইনে করোনায় এ পর্যন্ত ৭০ বাংলাদেশীর মৃত্যু
যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবরটি প্রকাশ করেছেন আমির ও কিরণ—“এ সুন্দর ১৫ বছরে আমরা ভাগ করে নিয়েছি চিরকালীন অনেক অভিজ্ঞতা, আনন্দ, হাসি, পারস্পরিক সম্মান। আমাদের সম্পর্ক গড়ে উঠেছে বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসায়। এবার আমরা দুজনই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই—স্বামী-স্ত্রী হিসেবে নয় বরং যৌথ অভিভাবক হিসেবে। পরিকল্পিত বিচ্ছেদের বিষয়ে আমার বেশ আগে থেকেই ভাবছিলাম। তাই এখন স্বস্তিদায়কভাবেই বিষয়টিকে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছি। আমরা পৃথক থাকলেও যৌথ পরিবারের মতো জীবন ভাগ করে নেব।”
এ দম্পতি তাদের ছেলে আজাদের ব্যাপারে বেশ সংবেদনশীল। তারা জানিয়েছেন নিজের আলাদা হয়ে গেলেও আজাদের দেখাশোনা তারা যৌথভাবেই করবেন। এছাড়া, চলচ্চিত্র, পানি ফাউন্ডেশন ও তাদের অন্যান্য যৌথ প্রকল্পেও তারা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।