মৌলভীবাজারের বড়লেখায় প্রাইভেটকারে বহনকালে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ নাসির বিড়িসহ আব্দুল কাদির শিপু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও – লকডাউন অমান্য করায় আটক ২৪৯ জন
শিপু সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বাসিন্দা মৃত শাহাব উদ্দিনের ছেলে। শনিবার (০৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে এক ব্যক্তি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ নাসির বিড়ি নিয়ে উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকার রাস্তা দিয়ে আসছে। খবর পেয়ে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ও সহকারি উপপরিদর্শক (এএসআই) পিযুষ দাসসহ পুলিশের একটি দল মনারাই এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় একটি নীল রঙের প্রাইভেটকার আটক করা হয়। পরে সেটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার ৫০০ শলাকা শেখ নাসির উদ্দিন বিড়ি আটক করা হয়। এসময় প্রাইভেটকার ও এর চালক আব্দুল কাদির শিপুকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার শনিবার (০৩ জুলাই) দুপুরে বলেন, বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাতে থানায় মামলা হয়েছে। তাকে আজ (শনিবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।