ছাতকে লকডাউন নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্হ্যবিধী অমান্য করে সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে বিয়ের পিরিতে বসে বর-কনে।
আরও –ফেঞ্চুগঞ্জে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন: মানুষের মধ্যে চিন্তার ছাপ
গতকাল (শুক্রবার)সহকারী ভূমি কমিশনার তাপশ সীলের নেতৃত্বে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ ই. অমান্য করায় জুহুরা কমিনিটি সেন্টারের মালিক আব্দুস সালামকে ৫০,০০০/-টাকা অর্থদন্ড জরিমানা করা হয় এবং বর-কনেকে মুচলেকা দিয়ে ছাড় দেয়া হয়।
জানা যায়,লকডাউন বাস্তবায়েন জন্য ছাতকে আইনি সংস্হাগুলো এবার কঠোর অবস্হান নিয়েছে।