ছাতকের দক্ষিণ লাকেশ্বর বড় পলির গ্রামের রাজু মিয়ার বাড়িতে গতরাত প্রায় সাড়ে এগারটার সময় আগুন লাগে।এ সময় আগুন প্বার্শবর্তী ঘরেও চলে যায়।মানুষের চিল্লাচিল্লি শুণে গ্রাম ও আশপাশ গ্রামের মানুষজন জড়ো হয়ে আগুন নিবানোর সহযোগিতা করেন।
এ দিকে খবর পেয়ে ছাতক ফ্যায়ারসার্ভিসের লোক আসে,কিন্তু তাঁরা আসার আগেই প্বার্শবর্তী মকবুল আলী ও সাদ্দেক মিয়া ঘরও পুড়ে ছারখার।
রাজু মিয়ার আসবাবপত্রসহ একটা গরু পুড়ে মারা যায়।তার ভাই সাদ্দেক মিয়ার ধান,নগদ টাকাসহ সবকিছু জ্বলে যায়।
বয়োবৃদ্ধ মকবুল আলীর সবকিছুও পুড়ে ছাই।
স্হানীয় ছৈলা আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ জ্বলে যাওয়া বাড়িগুলো পরিদর্শ করেন এবং সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।
বাড়ি গিয়ে দেখা যায় কান্নার বিলাপ চলছে।সাদ্দেক মিয়ার বউ বারবার কাঁদতে কাঁদতে মূর্ছা হচ্ছেন।তিনি পরে বাড়িতে কামলাকাটে কামকাজ করে সামান্য মজুরি হিশাবে বৈশাখীর ধান তুলেন,সে ধানগুলিও পুড়ে ছাই।কোনো উপায় দেখছেন না চোখে।সাহায্য-সহযোগিতা যদি না পান,তাহলে ছোট্ট ছেলেমেয়ে উপোস থাকতে হবে।বর্ষার মেঘবৃষ্টি কারণে ঘরে থাকাও সম্ভব নয়।মাথাগোঁজা শেষ সম্বলটুকু শেষ।এমনটি বলছে পরিবার।
ভুক্তভোগী সকলেই প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
জানা যায়, কারেন্টে থেকে আগুনের সূত্রপাত আবার অনেকের ধারনা গরুঘরের মশা তাড়ানোর জন্য ধানের শুকনো নলখাগড়া জ্বালানো থেকে আগুনের সূত্রপাত ঘটে।