এবারের ইউরো জমে উঠেছে। দেখতে দেখতে চূড়ান্ত হয়ে গেছে ইউরোর কোয়ার্টার ফাইনাল। রোমাঞ্চকর শেষ ষোলোতে চমক আর ফেভারিটদের বিদায়ে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এবারের আসর।
যে গ্রুপ অব ডেথ নিয়ে আলোচনা ছিল সবচেয়ে বেশি সেই গ্রুপের কেউই শেষ আটে জায়গা করে নিতে পারেনি।
মূলত ওই গ্রুপেই ছিল বিশ্ব চ্যাম্পিয়ন ও অন্যতম ফেভারিট ফ্রান্স। সঙ্গে ছিল জার্মানি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি কেউ। বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই।
নেদারল্যান্ডস ও ফ্রান্সকে হারিয়ে চমক দেখিয়েছে চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ডের মতো দলগুলো। শুরুতে ক্রিস্টিয়ান এরিকসেনকে হারিয়ে ধাক্কা খাওয়া ডেনমার্ক মাথা তুলে দাঁড়িয়ে নিশ্চিত করেছে শেষ আটের টিকিট।
অসাধ্য সাধন করেছে ইংল্যান্ডও। ১৯৬৬ সালের পর বড় টুর্নামেন্টে জার্মানিকে নকআউটে হারাতে পারেনি তারা। সেই ইংলিশরাই শেষ ষোলোয় তাদের হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকা ইতালির সঙ্গে শিরোপার দাবি জানিয়ে রাখছে স্পেনও।
এখন কয়েকদিন বিরতি দিয়ে কোয়ার্টার ফাইনাল শুরু হবে আগামী শুক্রবার। প্রথম দিন মাঠে নামবে সুইজারল্যান্ড-স্পেন। পরের ম্যাচে মুখোমুখি হবে ইতালি-বেলজিয়াম।
এবার দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি ও সূচি-
সুইজারল্যান্ড-স্পেন, সেন্ট পিটার্সবার্গ, আগামী শুক্রবার রাত ১০টা।
বেলজিয়াম-ইতালি, মিউনিখ, আগামী শুক্রবার রাত ১টা
চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক, বাকু, আগামী শনিবার রাত ১০টা
ইউক্রেন-ইংল্যান্ড- রোম, আগামী শনিবার রাত ১টা