সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Logo
শিরোনাম :
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ওসমানী নগরে এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে জুতা মিছিল সিলেট জেলা পরিষদের নির্বাচনে আলোচনায় ‘কয়েস’ গোলাপগঞ্জে সাংবাদিক পরিচয়ে এনামুল কবিরের অপকর্ম সিলেটে তালামীযের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত “২৪ বছরে লংলা আধুনিক ডিগ্রি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত” কুয়েত প্রবাসী ৩ সংবাদকর্মীদের একান্ত মতবিনিময় ফেঞ্চুগঞ্জে আল মাহাব্বাহ হাফিজিয়া মাদরাসা ও মসজিদ উদ্বোধন ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মেম্বার প্রার্থী জনি আলোচনায় গোলাপগগঞ্জে সাংবাদিক রাসেলের পরিবারকে প্রাণনাশের হুমকি: থানায় জিডি রাজনগরে স্বামীর হাতে স্ত্রী খুন দারুল কিরাত কার্ডিফ জালালিয়া মসজিদ শাখার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান নাবিন রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের উদ্যোগে চা শ্রমিকদের অর্থ বিতরণ এসএমপি কমিশনারের সাথে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

আলোর পথে অন্ধকার দূর করে নাজমুল হুদার পথ পাঠাগার

সাহিত্য ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৬৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর তার পথ দেখাচ্ছেন তিনি। নাজমুল হুদা সারোয়ারের জন্ম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর শহরের বাগিচাপাড়ায় বাবা হাজী মো. নজরুল ইসলাম ছিলেন উপজেলা অফিসের পেশকার। মা মরহুম হেলেনা বেগম ছিলেন গৃহিণী। চার ভাই এক বোনের মধ্যে সবার ছোট নাজমুল। তিনি ২০০২ সালে দুর্গাপুরের এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সুসং মহাবিদ্যালয় থেকে ২০০৪ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ২০০৬ সালে নাসিরাবাদ কলেজ ভর্তি হলেও অনার্স শেষ করেননি। ব্যবসায় জড়িয়ে পড়েন।

নাজমুল ছাত্রাবস্থা থেকেই শিল্প-সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি দুর্গাপুর সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা। পাহাড়ঘেঁষা প্রত্যন্ত আঞ্চলে জন্ম নিলেও বইপড়া তার নেশা। সব সময় চেয়েছেন নতুন প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। তার হাত ধরেই ২০২০ সালের জুনের ২ তারিখে যাত্রা শুরু হয় পথ পাঠাগার নামে একটি ভিন্নধর্মী পাঠাগারের। এরপর ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ১২টির মতো পথ পাঠাগার স্থাপন করেন।

jagonews24

নাজমুল নিজস্ব অর্থায়নে নতুন প্রজন্মের মাঝে বইপড়ার চর্চা, পাঠকদের মনের তৃপ্তি আর সমাজের নানা অবক্ষয়মূলক কর্মকাণ্ড রোধে ব্যতিক্রমধর্মী পথ পাঠাগার প্রতিষ্ঠা করেন। তিনি গ্রামের লোকালয়, হাট-বাজার, দোকান, চা স্টল, সেলুন, ফার্মেসিতে বই, সেলফ ও পাঠাগারের ব্যানার দিয়ে বইপড়ার স্থান তৈরি করে দেন। যেখানে বইপড়ার সুযোগ পান সব শ্রেণিপেশার মানুষ।

দুর্গাপুর পৌর শহরে এম কে সি এম মোড়ের সুমন সাহার টি-স্টল, চণ্ডিগড় ইউনিয়নের সাতাশি বাজারের আজিজুল ইসলামের ফার্মেসি, উপজেলা প্রেসক্লাব মোড়ের খোকন মিয়ার হোটেল, নাজিরপুর মোড়ের তোতা মিয়ার অল ম্যান সেলুন, রিক্শাচালক তারা মিয়ার ব্যাটারি চালিত অটোরিক্শায়, কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্দা চৌরাস্তার আশরাফুল ইসলামের ফার্মেসি, বহেরাতলীর মোবারক হোসেন মিলনের সেলুন, দুবাউড়া উপজেলার চারুয়াপাড়া গ্রামের শামসুল হক মৃধার ফার্মেসি, ধোবাউড়া তিলক সরকারের গার্মেন্টসের দোকান, ধর্মপাশার ধনা মিয়ার নৌকায়, পাঁচগাঁও বকুল মাস্টারের ফার্মেসিতে পাঠাগার স্থাপন করেন।

jagonews24

নাজমুল শুরু থেকেই একদল উদ্যমী তরুণ নিয়ে পথ পাঠাগারের পরিচালনা পর্ষদ গঠন করেন। পরিচালনা পর্ষদের দায়িত্বে আছেন মাসুদ রানা, সাংবাদিক রাজেশ গৌড়, তন্ময় সাহা, পলাশ সাহা, জিয়াউল হক শুভ, শিপন, রবি দাস প্রমুখ। তারা বইপড়া আন্দোলনের পাশাপাশি জাতীয় দিবস, সামাজিক সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী দান, শিক্ষামূলক প্রতিযোগিতা, কুইজসহ এলাকার উন্নয়নমূলক কাজ করে থাকেন।

jagonews24

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান বলেন, ‘পাঠকের উন্নত মানসিকতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে পাঠাগারটি। আমি পথ পাঠাগারের কিছু শাখা উদ্বোধনের সময় ছিলাম। নাজমুল হুদার কাজ সত্যি প্রশংসনীয়। তার এ বইপড়া বা পাঠাগার আন্দোলন সফল হবে। আমরা সব সময় তার পাশে আছি। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’

জালালাবাদ /৫৭৮৮

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com