মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত শেরপুরের পার্শ্ববর্তী নতুন বস্তি নামক এলাকা থেকে ২শত গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ৷
সোমবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এসআই ইফতেখার ইসলাম, এএসআই ইসমাইল হোসেন ও মোশাহিদ কামালসহ সঙ্গীয় পুলিশের একটিদল নতুন বস্তি এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে সদর উপজেলার নতুন বস্তি গ্রামের মৃত. কাচা মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৩৫) গ্রেফতার করা হয়।
এব্যাপারে- শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম এক মাদক বিক্রেতা গ্রেফতার ও তার দেহ তল্লাশি করে ২শত গ্রাম গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এবং গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা মোঃ সোহেল মিয়ার বিরুদ্ধে ববর্তমানে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
জালালাবাদ /৬৮৯৯