নব নির্বাচিত লক্ষীপুর ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি নুর উদ্দিন চৌধুরী নয়নকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু।
তিনি এক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, জনগণের সেবা এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে হোক নুর উদ্দিন চৌধুরী নয়নের আগামীর পথচলা। তিনি যেন মানুষের সেবায় আজীবন নিজেকে নিয়োজিত রাখতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করি।
পাশাপাশি তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এথলেটিক্স পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।
জালালাবাদ /বিজ্ঞপ্তি