গোবিন্দগঞ্জ টু ছাতক রাস্তায় যানজনে জনজীবন চরম দুর্ভোগ।ছাতকের মধ্যখানে মাধবপুর ও হাসনাবাদ এলাকায় প্রায় দু’ কিলোমিটার জুড়ে যানজন সৃষ্টি হয়।গরমের মধ্যে মানুষ ঘণ্টার পর ঘণ্টা মানুষ গাড়ির মধ্যে বসে থাকে।অনেকে অতিষ্ঠ হয়ে অস্তিত্ব বোধ করে এবং পায়ে হেটে রাস্তা চলাচল করতে দেখা যায়। জানা যায় প্রায় বছর দেড়েক ধরে ছাতক রাস্তায় কয়েকটা ব্রিজের শুরু হয়।কচ্চপ গীতিতে কাজ হাওয়ার কারণে গাড়ি চলাচল করতে অসুবিধা হয়।মহি উদ্দীন নামে এক ড্রাইভার বলেন,বহুদিন ধরে ব্রীজের কাজ চলছে, কিন্তু দু’চারজন করে, এভাবে কাজ করলে কাজ শেষ হবে? আমরা কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করছি,দ্রুত যেন কাজ শেষ হয়।আলম নামে এক যাত্রী বলেন,আমরা প্রায় সময় এ সমস্যার সম্মুখীন হই।কবে নাগাল এ জঞ্জাল থেকে মুক্তি পাব জানি না।বর্ষার সময় ব্রিজের রাস্তা পিচ্ছিল হওয়ায় অনেকে হোচট খায় এবং গাড়ি এক্সিডেন্টের সম্ভাবনা বেশি।
ছাতক /জালালাবাদ