বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিলেট জেলার সাবেক সহ সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ৭নং মোগলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, ব্যাবসায়ী শাহজামাল নুরুল হুদা’র মমতাময়ী মা বার্ধ্যক্ষজণিত রোগে আক্রান্ত হয়ে অদ্য ২৭-০৬-২০২১ ইং রবিবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর, মরহুমার প্রথম জানাযার নামায আজ বাদ জোহর নগরীর উপরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাযা বাদ আছর তিনির নিজগ্রাম আউসা শেখরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করিয়াছেন শাহজামাল নুরুল হুদা। আল্লাহ রাব্বুল আল আমিন তিনির মমতাময়ী মা-কে যেনো জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করেন সেই দোয়াটুকু ও প্রত্যাশা করেন সকলের নিকটে।
জালালাবাদ /৫৭৯৮