আল্লামা ছালিক আহমদ (রহ.)
সেলিম আহমদ কাওছার
দ্বীনের দা’ঈ ছিলেন তিনি
সত্যে অবিচল
কতো জলসায় নবীর প্রেমে
ফেলেন চোখের জল।
দ্বীনের তরে জীবন ভরে
বিলান হাদিস জ্ঞান
ক্লাস রমের ছাত্র ছাত্রী
ছিলেন তাঁহার জান।
কোরআন হাদিস ব্যাখ্যা করে
দিতেন যে বয়ান
হাজার হাজার শ্রোতা তখন
পাইতো ঠিক নিশান।
যতো জলসায় ভরা খানকায়
তালিম দিয়ে যান
সবখানেই হকের পথে
ছিলো জয়গান।
হুুব্বে রাসুল লালন কারী
ছিলেন মহাজন
আউলিয়াদের পথে সদা
ছিলেন বিচক্ষণ।
সবার প্রিয় ছিলেন তিনি
সবাই তাঁর স্বজন
সাদামাটা জীবনযাপন
করতেন সারাক্ষণ।
শেষ বিদায়ে আজকে তাঁহার
কতো প্রিয়জন
তাইতো চোখের জলে বিদায়
জানায় আপনজন।
খোদার ডাঁকে সাড়া দিয়ে
চল্লেন সে মহান
খোদা যেন আলা মাকাম
তাঁকে করেন দান।।