সিলেট ৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। কিন্তু সদ্য বিএনপি এবং শফিকান্ডে এখন তা অন্য রূপ দেখাচ্ছে। লড়াইয়ের আভাস এখন আতিক-হাবিবে।
যেখানে এই মুহূর্তে চলছে হাবিবের সাথে আতিকের দৈত নাগরিকত্ব প্রসঙ্গে লড়াই। যেখানে হাবিব ইতমধ্যে তা প্রমাণ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। তবে আতিকও রাজনীতিতে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়।
আতিকুর রহমান আতিক তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দলীয় সূত্র পরিবর্তন এবং শান্তির আশ্বাস দিচ্ছেন।
অন্যদিকে হাবিব তার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আরও যুগোপযোগী উন্নয়নের আশ্বাস দিচ্ছেন।
ভোটের মাঠে শফি চৌধুরী তার শেষ অধ্যায় বলে ভোট ভিক্ষায় লিপ্ত। কিন্তু অতীতের অনেক দুঃস্বপনের সৃতি নাড়া দিচ্ছে শফিকে। তাই নির্বাচনে সঠিক অংশ গ্রহণের চিন্তা ভাবনা থাকলেও সরকারের প্রতি নির্বাচনের বিকল্প উপায়ের ক্ষোভ বারবার প্রকাশ করছেন। সাবেক রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে ও ছুড়ে দিচ্ছেন নানা বিতর্ক।
কাল শুক্রবার প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক যাত্রায় শুরু হবে নির্বাচনী প্রচারণা। নির্দিষ্ট দুইটি প্রতীক নৌকা ও লাঙ্গল ছাড়াও থাকবে আরও দুই প্রতীক।
ভোটের মাঠে শেষ লড়াইয়ে জনগণের দরজায় কে নাড়া দিচ্ছেন। কে হচ্ছেন ‘এমপি সাব’। সিলেট ৩ আসনে একযুগ পর আসছে নতুন নাম। অপেক্ষায় প্রায় দুই কোটি মানুষ…