সিলেটের অন্যতম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শায়খ মাওলানা ছালিক আহমদের (উপাধাক্ষ- সৎপুর মাদরাসা) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা।
এক শোক বার্তায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা হারুনুর রশীদ জানান, আমাদের ফুলতলী ছিলছিলার এক নক্ষত্র ঝরে পড়ল। একজন সনামধন্য ইসলামী চিন্তাবিদ আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বিজ্ঞপ্তি /আল ইসলহ/ ৩৫৮৯