সিলেট ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব। কিন্তু তার দৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এখন সিদ্ধান্ত ইসির হাতে।
তবে মনোনয়ন দাখিলের পর হাবিবের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে নিয়ে এসে তার প্রার্থীতা চ্যালেঞ্জ করে বসেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। প্রধান নির্বাচন কমিশনার বরবারে গত ২০ জুন এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের শুনানি ছিলো গতকাল মঙ্গলবার (২২ জুন)। কিন্তু ‘অভিযুক্ত’ হাবিবুর রহমান হাবিব নিজের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় বুধবার (২৩ জুন) ১১টা পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ বুধবার এ বিষয়ে রায় ঘোষণা করা হবে। তাই আজই নির্ধারিত হবে আওয়ামী লীগের হাবিবের প্রার্থীভাগ্য।
জালালাবাদ /জুয়েল /৪৬৭৯