জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট বিভাগ আওয়ামী লীগ কুয়েত এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার রাত আট ঘটিকার সময় কুয়েত সিটি রাজধানী হোটেলের বলরুমে সিলেট বিভাগ আওয়ামী লীগ কুয়েত এর আহবায়ক মুরাদুল হক চৌধুরী সভাপতিত্বে সিলেট বিভাগ আওয়ামী লীগ কুয়েত এর সিনিয়র সদস্য আখলাকুল আম্বিয়া বাহারে পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাক আলী ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কুয়েতের কমিনিটি ও আওয়ামীলীগের প্রবীণ নেতা আব্দুল হাই মামুন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের প্রবীণ আওয়ামী লীগ নেতা মিহির কান্তি পাল কুয়েতের প্রবীণ কমিউনিটি নেতা আলীম উদ্দিন , কুয়েত আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন , কুয়েত আওয়ামীলীগ নেতা মোঃসুরুক মিয়া কমিউনিটি ব্যক্তিত্ব হারুন মিয়া ও আব্দুল মজিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ . কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তাজ উদ্দিন . কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আম্বিয়া খোকন . আওয়ামী লীগ নেতা ফয়ছল আলম ,আওয়ামী লীগ নেতা নোমান আহমেদ , আওয়ামী লীগ নেতা এ এইচ এনাম , আওয়ামী লীগ নেতা প্ৰজিদ পাল , আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন তালুকদার , আওয়ামী লীগ নেতা মুছা চৌধুরী ও জাবেদ আলম প্রমুখ।
সিলেট বিভাগ আওয়ামী লীগ কুয়েতের আলোচনা ও দোয়া মাহফিলে সিলেট বিভাগ কুয়েতের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সিলেট বিভাগের আওয়ামী লী কুয়েতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা কাওছার আহমদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সদস্যদের এবং ২১ , আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।