বিশিষ্ট রাজনীতিবিদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের একাধিক বারের সফল চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল কে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতির নির্বাচিত করায় নন্দিরগাঁও ও মানাউরা গ্রামের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, এস কামরুল হাসান আমিরুল তাঁর স্বীয় মেধা, প্রজ্ঞা ও মননকে কাজে লাগিয়ে নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করতে সক্ষম হবেন বলে আমরা আশাবাদী। আমরা তার সার্বিক সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি