মধ্য প্রাচ্যের দেশ কাতারে বসবাসকারী ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রিয়মুখ বিশিষ্ট ক্রীড়া সংগঠক সদ্য প্রয়াত আজিম উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ১৯ আগষ্ট ২০২২) কাতারের রাজধানী দোহার স্হানীয় একটি রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি আবদুল খালিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সিয়াম খাঁন এর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত আজিম উদ্দিনের সহোদর জসিম উদ্দিন।
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার এর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন, সিনিয়র সহ সভাপতি হাবিবুল ইসলাম এনাম, সহ সভাপতি নেয়ামত হোসেন নির্মাণ, আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মিসবাহ, মোহাম্মদ রাজু, লোকমান আহমেদ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ মিতুল,শাহিন আহমদ,জাহিদ হাসান ও জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার এর সভাপতি জুবের খাঁন, জালাল উদ্দীন সহ আরও অনেকে।
দোয়া মাহফিলে প্রয়াত আজিম উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি মাওলানা সৈয়দ মারুফ আহমদ।