বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ২নং মাইজগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে ‘আদর্শ সমাজ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক সেমিনার ও শাখা সভাপতি হারুন আহমদ হিরো’র প্রবাস গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অদ্য ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, দুপুরে হাটুভাঙ্গা দারুসসুন্নাহ মোহাম্মদিয়া আলিম মাদরাসার হলরুমে এ সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাইজগাঁও ইউনিয়ন শাখার সভাপতি হারুন আহমদ হিরো’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান নূর ও প্রচার সম্পাদক সৈয়দ এহসানুল হাসান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখের সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মহসিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি মো. আব্দুল্লাহ আল মাওসুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিলুর রহমান জুয়েল, সদস্য হাফিজুল ইসলাম কুদ্দুস, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জামিল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ হুমায়দী, মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহ’র দায়িত্বশীল নজির আহমদ রুবেল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাখার সাংগঠনিক সম্পাদক সুবেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম আসিফ, হাটুভাঙ্গা আলিম মাদরাসার সাবেক সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, কচুয়াবহর আঞ্চলিক শাখার সভাপতি আশরাফুজ্জামান রাহাত, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, শ্রীমিশ্রী আঞ্চলিক শাখার সভাপতি মিছবাহ আহমদ, মির্জাপুর আঞ্চলিক শাখার সভাপতি কামরুল ইসলাম, পশ্চিম ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি সামিদুর রহমান,
মাইজগাঁও ইউনিয়ন সদস্য সজিব আহমদ, শাহী আহমদ, সাগর আহমদ, মারুফ আহমদ, মো. আল আমিন, মাহি আহমদ, আলি হোসেন, তুহিন আহমদ, মাইজগাঁও পুরাতন জামে মসজিদ শাখার দায়িত্বশীল নাহিদ হাসান, ফারহান আহমদ, প্রমুখ।