ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়নের পুরানগাও এলাকার বাসিন্দা ক্রীড়া সংগঠক, ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আ.লীগ নেতা আজিম উদ্দিন আজিম (৪৬) গতকাল রবিবার রাত ৩ টায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ইন্তেকাল করেছেন। উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার একজন মিষ্টভাষী ধারাভাষ্যকার হিসেবে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এড. আব্দুর রকিব মন্টু।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আমি তাহার মৃত্যুর খবর শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। সে একজন দক্ষ ক্রীড়া সংগঠক ছিল।পাশাপাশি ফেঞ্চুগঞ্জের সকল ক্রীড়াঙ্গনের সাথে ভাল সম্পৃক্ততা ছিল। আমি তাহার আত্মার মাগফিরাত কামনা করি।