ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়নের পুরানগাও এলাকার বাসিন্দা ক্রীড়া সংগঠক, ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আ.লীগ নেতা আজিম উদ্দিন আজিম (৩৩) গতকাল রবিবার রাত ৩ টায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ইন্তেকাল করেছেন। উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি সর্বশেষ ২০২২ সালে গঠিত ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ছিলেন। পরবর্তীতে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা আ.লীগের শূন্য পদ যুব ও ক্রীড়া সম্পাদকের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিষয়টি তিনি জুন মাসে জানিয়েছিলেন। এছাড়াও তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার একজন মিষ্টভাষী ধারাভাষ্যকার হিসেবে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন।
তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সহ অঙ্গ সংগঠন, ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
[বি দ্রঃ জালালাবাদ ভিউ টুয়েন্টি ফোর ডটকম সরকারি নিবন্ধনের প্রক্রিয়াধীন। এই পোর্টালের কোন সংবাদ বিনা অনুমতিতে কপিরাইট সম্পুর্ন আইনত অপরাধ ]