বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মহসিন বলেন,হুসাইন রা. ও আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের ঈমানী দায়িত্ব। হুসাইন রা.হলেন জান্নাতি জুবকদের সরদার। ইয়াজিদ বাহিনী হুসাইন রা. ও আহলে বাইতের প্রতি যে বেয়াদবি করেছে তা মার্জনীয় নয়।ইয়াজিদের প্রেতাত্মারা এখনো সময়ে সময়ে ইয়াজিদি মিশন প্রচার করতে চায়।এমনকি তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবি মূলক বক্তব্য প্রদান করে। তারা এত খারাপ মন্তব্য করে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে না কী দুর্গন্ধ ছিল। অথচ সাহাবায়ে কেরাম রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের লালা মুবারক গ্রহণ করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত থাকতেন। এরা চরম ধৃষ্টতা মূলক বক্তব্য দেয়।এদেরকে প্রতিরোধ করাই হলো কারবালার শিক্ষা। হুসাইন রা. যেভাবে দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমাদেরকেও দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। যত অন্যায় অবিচার আর বাতিল মতবাদ মাথা খাড়া করার চেষ্টা করবে তাদের রূখে দিতে হবে। অন্যায় অবিচার ও বাতিল মতবাদ রুখে দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাই হলো কারবালার শিক্ষা
গত(৭আগস্ট) রবিবার, গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর আলিম মাদ্রাসার কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলা শাখায় আয়োজিত ‘পবিত্র আশুরার তাৎপর্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা সভাপতি মুহাম্মদ শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের সঞ্চালনায় সেমিনারে উদ্বোধকের বক্তব্য রাখেন আঙ্গারজুর আলিম মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা হেলাল আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা (পূর্ব) শাখার সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আল ইসলাহ’র সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবি আলিম উদ্দিন আলম, গোয়াইনঘাট উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি গোয়াইনঘাট উপজেলা শাখার সদস্য মাওলানা রফিক আহমদ, মাওলানা আজমল আলী।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- শাখার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, অফিস সম্পাদক মো. মামুনুর রশিদ, আঙ্গারজুর আলিম মাদরাসা শাখার সভাপতি আফতার হুসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, নন্দিরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আশফাক আহমদ পলাশ, নন্দিরগাঁও আঞ্চলিক শাখার সভাপতি শেখ উদ্দিন প্রমুখ।