ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলার তালশহর ইউনিয়ন হেফাজত ইসলামের সভাপতি মো. মনির মিয়া মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ।
পুলিশ জানায়, গ্রেফতার মনির মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে- গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সরকার উৎখাতের সূদুরপ্রসারি পরিকল্পনার অংশ হিসেবে আশপাশের বিভিন্ন মাদ্রাসাছাত্র শিক্ষককে নিয়ে নন্দনপুর, বিশ্বরোড এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়।
জালালাবাদ /৪৬৭৭