বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক কুয়েত শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (২৭ জুলাই) রাত নয়টা সময় রাজধানীর হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দীন ও যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি সেকান্দার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কুয়েত শাখার সাধারণ সম্পাদক ফয়েজ কামাল সহ-সভাপতি আব্দুল হাই মামুন, আওয়ামী ফাউন্ডেশন কুয়েতের সভাপতি রফিকুল ইসলাম বুলু, আওয়ামী লীগ কুয়েত শাখার সহ-সভাপতি রুকনুজ্জামান পিদু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনওয়াজ নজরুল, কামরুজ্জামান টিটু সহ আওয়ামী লীগ কুয়েত শাখার বিভিন্ন নেতৃবৃন্দ,যুবলীগের আহ্বায়ক ইমাম বাদল সহ যুবলীগের নেতৃবৃন্দ, অনুষ্ঠানের আয়োজক স্বেচ্ছাসেবক লীগ কুয়েতের নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব আ হ ম জুবায়ের, যুগের কন্ঠস্বরের কুয়েত প্রতিনিধি রবিউল ইসলাম খান, আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমেদ,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন সহ আগত সুধীবৃন্দর উপস্থিত ছিলেন,অনুষ্ঠানে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মধ্যপ্রাচ্য সমন্বয়ক আজগর আলী,প্রমুখ।
বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্যে শেষে কেক কেটে ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে আগত সকল অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও সকল নেতৃবৃন্দ।