নীল আকাশ
মুহাম্মদ আবু যুবাদের ইমন
নীল আকাশের বুকে তুমি
ছোট্ট একটি পাঁখি,
আমার খুব ভালো লাগে
তোমার দুটি আঁখি।
সকাল বেলার ফুল তুমি
ফোঁটে ছোট্ট গাছে,
তোমায় আমি রেখেছি সোনা
আমার মনের মাঝে।
জীবন পথে চলতে তুমি
থেকো আমার পাশে,
থাকবো আমি তোমার পাশে
তোমায় ভালবেসে।
(আপনিও লিখুন আমাদের পত্রিকায়, লেখা পাঠান jalalabadv@gmail.com এই ঠিকানায়)