২৪ জুলাই ২০২২ ইংরেজি, রবিবার বাদ মাগরিব ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা খান রহ. এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশীদ’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার।
উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল জলিল, উপজেলা তালামীযের সভাপতি মো আব্দুল্লাহ আল মাওসুফ ও সাধারণ সম্পাদক জামিল আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হাফিজ আব্দুল ওয়াহাব, সিলেট জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি মো. নূরুল হুদা, সহ-সভাপতি মাওলানা আবু বকর মো নূরী, মশাহিদ আলী বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা ছালিম আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি ফেঞ্চুগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মওদুদ আহমদ, অফিস সম্পাদক মাওলানা হাফিজ আবু সাঈদ মো. সেলিম, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সদস্য হাফিজুল ইসলাম কুদ্দুস, মরহুম মাওলানা শামসুদ্দোহা খান এর ছোট ভাই পাবেল আহমদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা সৈয়দ মওসুফ আহমদ, ১নং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন’র সাধারণ সম্পাদক মো. রুকনুজ্জামান রুকন, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খালেদ, ২নং মাইজগাঁও ইউনিয়ন’র সহ-সভাপতি নুরুল ইসলাম ময়ূর, ইউনিয়ন দায়িত্বশীল বেলায়াত হোসেন আসাদ, লতিফিয়া ক্বারী সোসাইটি ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মোজাহিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রিমন, হাবিবুর রহমান, প্রচার সম্পাদক হারুন আহমদ হিরো, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সহ-প্রচার সম্পাদক মো. আল আমিন, উপজেলা অর্থ সম্পাদক এনামুল ইসলাম মুন্না, সহ-অফিস সম্পাদক ইমরান নূর, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য সৈয়দ নুরুল মুত্তাকী, হোসাইন আহমদ প্রমুখ।