সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে (১৯৯৮ সালের এস এস সি ব্যাচ) এর উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মধ্যে ২০০ পরিবারের হাতে নগদ অর্থ বিতরণ করা হয়।
২৪ জুলাই রোববার দুপুরে উপজেলার চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে মাশার আহমেদ শাহর সভাপতিত্বে ও জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাসিম স্কুলের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – প্রাক্তন শিক্ষক কয়েছুর রহমান, বর্তমান শিক্ষক রিষিকেশ দেব রন্টু।
১৯৯৮ ব্যাচের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন – সাংবাদিক ফরিদ উদ্দিন, হোসাইন আল সালেহী পাপন, আল আমিন রাসেল, পাবেল খান, জুনেদ আহমদ, রুবেল ভৌতিক, স্বপন দেবনাথ, রাজিব কান্তি দাস পুলক, প্রমুখ।
উল্লেখ্য ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সালের ব্যাচের প্রাক্তন দেশি বিদেশি শিক্ষার্থীদের সমন্বয়ে এ অর্থ বিতরণ করা হয়।