সিলেট সদর উপজেলা পাঁচ নং টুলটিকর ইউনিয়ন এর মরহুম শেখ মনির উদ্দিন-চেয়ারম্যানের মেয়ে,নারীবান্ধব কারুশিল্পের অগ্রযাত্রায় সিলেটের তরুছায়া বুটিক আর্ট। ও তরুছায়া উন্নয়নমুলক মহিলা সংস্হা।
নির্যাতনে স্বীকার গরীব অসহায় নারীদের আশ্রয়ের ভরসা’স্থল তরুছায়া নারী নির্যাতন প্রতিরোদ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রওশন আরা নিপা, ২২ জুলাই রোজ শুক্রবার সকাল ০৯ ঘটিকায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
এসময়ে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা দৈনিক জাগ্রত কণ্ঠ এর উপদেষ্টা শেখ সফিক উদ্দিন, তরুছায়া সংস্থার সহ সভাপতি শেখ রিনা। সাংগঠনিক সম্পাদিকা কানিজ ফাহিমা,। ও সংস্থার সকল সদস্যবৃন্দ, এয়ারপোর্টে তাকে ফুলেল শুভেচ্ছা জানান,ও কুশল বিনিময় করেন।
মানবতার ফেরিওয়ালী শেখ রওশন আরা নিপা জানান, অনেকদিন পর দেশে ফিরে খুবই ভালা লাগছে, বিশেষ করে উনার নিজ হাতে গড়ে তুলা সংস্থার সকল সাংগঠনিক সদস্যবৃন্দের তারপ্রতি এমন ভালোবাসায় তিনি অত্যান্ত আনন্দিত ও মুগ্ধ হয়েছেন । তিনি সংস্থার সকলের সু সাস্থ্য ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করেন।
তরুছায়ার সহ-সভাপতি শেখ রিনা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর আমাদের মাঝে মানবতার ফেরিওয়ালী, অসংখ্য অসহায় অবলা নারীদের প্রাণ রওশন আরা নিপা সুস্থ্যভাবে আমাদের মাঝে পৌঁছেছেন, আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি,সেই সাথে তিনি দেশ ও প্রবাসের সবার কাছে শেখ রওশন আরা নিপা ও তার পরিবার বর্গের জন্য এবং তরুছায়া উন্নয়ন মুলক সংস্থার সকল সদসবৃন্দের জন্য দোয়া চেয়েছেন।