সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক দোকান কর্মচারীকে খুন করা হয়েছে। সুবল বিশ্বাস (৩৮) নামের ওই কর্মচারী উপজেলার ঘিলাছড়ার মোকামবাজারে নিশী বাবু নামক ব্যক্তির দোকানে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দোকানেই এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে নামে পুলিশের একটি দল। তাদের অভিযানে গ্রেফতার করা হয় ৫ জনকে।
গ্রেফতারকৃতরা হলেন- ঘিলাছড়ার ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের মজম্মিল আলীর ছেলে আতিক (২৫) একই গ্রামের রহমত আলীর ছেলে জিপু (২১)মধ্য যুধিষ্ঠিপুরের কামাল মিয়ার ছেলে জুবেল (১৭)মৌলভীবাজার জেলার বড়লেখা গ্রামের মৃত দছির আলীর ছেলে শাকিল (১৯) ও মিয়াধন মিয়ার ছেলে সুমন আহমেদ (২২)।
অভিযানে অংশ নেওয়া ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতরা দোকান চুরি করতে গিয়ে সুবল বিশ্বাসকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। গ্রেফতারকৃত আতিক হত্যাকান্ডের হোতা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তিনি বলেন, খবর পেয়েই ওসি স্যারের নেতৃত্বে আমরা ঘিলাছড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করি। আসামিদের আরো জিজ্ঞাসাবাদ করে আর কেউ জড়িত কিনা ও প্রয়োজনীয় তথ্য উদ্ধারের চেষ্টা করা হবে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
তথ্যসূত্র – ফরিদ উদ্দিন