সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশা এনজিও এর ব্রাঞ্চ ১ শাখা অফিস পুরান বাজারের ব্রাঞ্চ ম্যানেজার আবুল কাশেম (৪৮) বেলা ১২ টার দিকে নিজ অফিসে কার্যরত অবস্থায় ফজল (৪০) নামে অফিসের পিয়ন তাকে হত্যা করে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম যখন অফিসে কাজ করছেন তখন অন্যান্য সহকর্মীরা মাঠে কর্মরত ছিলেন। এ সময় হঠাৎ ফজল নামে এক ব্যক্তি তাকে হত্যা করেছেন বলে জানান জানা গেছে। উল্লেখ্য ফজল আশা অফিসে পিয়নের চাকরি করতেন। বর্তমানে তিনি পলাতক বলে জানা গেছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ আসে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাফায়াত হোসেন জানান, পিবি আইয়ের তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আবুল কাশেমের স্ত্রী জানান, আমি দুজনের কথা কাটাকাটি শুনতে পাই। তারপর হঠাৎ আমি আর কিছু বুঝে উঠতে পারিনি। গিয়ে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।