ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষদের ফরিদপুর (মাঝের গাও) গ্রামের বাসিন্দা মো. তখলিছ মিয়া ও তার আরও ২ পরিবার নিয়ে টিলাধসের কারণে আশ্রয়হীন অবস্থায় রয়েছেন। বর্তমানে তাদের তিনটি পরিবারের মোট সদস্য সংখ্যা ১৮ জন। টিলা ধসে ঝুকিপূর্ণ অবস্থায় আরও বসবাস করছেন ২ টি পরিবার।
তখলিছ মিয়া জানান, আমার ৩ শতক জায়গায় আমাদের আরও ভাই মিলে মোট তিনটি পরিবার বসবাস করতাম। কিন্তু টিলা ধসের কারণে ঘর সহ আমাদের বর্তমান বাড়িটিই বিলীন হয়ে গেছে। আমি আশাকরি সরকার যদি আমাকে আর্থিক সহযোগীতা করেন তবে ঘর মেরামত করে আবার পূণনির্মান করতে পারব।
বর্তমানে ঝুঁকিতে রয়েছেন আশেপাশের আরও ৪ টি পরিবার। তারা জানান, যেকোনো সময় বৃষ্টি হলে ভেঙে আমাদের মাথার উপরে পড়বে ঘরগুলো। এজন্য দ্রুত মাটি সরিয়ে নিয়ে জায়গা খালি করে ঝুঁকিমুক্ত করার কথা জানান তারা।
সাধারণত আইনের মধ্যে টিলার মাটি কাটা নিষেধ থাকলেও ধসে যাওয়া মাটিগোলা সরিয়ে নিতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন বাসিন্দারা।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, আমরা যথাযথ খেয়াল রেখেছি এই সকল ঘরগুলো নিয়ে। পাশাপাশি আমরা তাদের বিষয়ে বন্যা পরিস্থিতি পরে দেখতে হবে। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পূণ নির্মানের জন্য সহযোগিতার আশ্বাস দেন।