সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যার্থদের পাশে থেকে তাদের নিয়মিত খোজ খবর প্রকাশ করায় নিজ উদ্যোগে সাংবাদিকদের সম্মানিত করলেন ফেঞ্চুগঞ্জের তরুণ সমাজসেবক মশিউর রহমান রিপন।
৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মশিউর রহমান রিপন ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে থেকে খবর প্রকাশ করায় ফেঞ্চুগঞ্জের বেশ কয়েকজন সাংবাদিকদের আজ এক মত বিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করেন।
এ সময় সভাপতিত্ব করেন – প্রবীন সাংবাদিক এস এম মামুনুর রশীদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক ছাত্রনেতা মশিউর রহমান রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – দৈনিক যুগের কন্ঠস্বর পত্রিকার সিলেট জেলা ব্যুরো প্রধান মুহাম্মদ জুয়েল, দৈনিক জালালাবাদ এর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, দর্পণ টিভির রিপোর্টার দুলাল মিয়া, হলি সিলেট এর বিশেষ প্রতিনিধি শামসুদ্দিন, সহ সমাজকর্মী কামাল আহমদ, আলী হোসেন, আব্দুল বারিক, প্রমুখ।
এ সময় প্রধান অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – আমি সমাজের সবার সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে চাই। আমি দেখেছি কিভাবে সাংবাদিকেরা বন্যার তথ্য সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সাংবাদিকরা জাতীর সামনে যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেন৷ এতে আমি তাদের এই সংবাদগুলো দেখে উৎসাহ প্রকাশ করি। তারা যদি এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রচার না করতেন তাহলে মহামারি সহ অন্যান্য মোকাবিলায় মানুষ কিভাবে কি করা উচিৎ তা জানতে পারত না।
মশিউর রহমান রিপন বলেন, এ সকল সাংবাদিকরা তাদের পরিবার পরিজন পিছনে রেখে জাতীয় সামনে সংবাদ তুলে ধরেন। কিন্তু আমরা তাদের কি মূল্যায়ন দেই? তাই আমার আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এটা কোন দান বা অনুদান নয় ব্যক্তিগত উপহার।
অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক এস এম মামুনুর রশীদ বলেন, সাংবাদিকরা এখন এই দুর্যোগ মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । বিশেষ করে তাদের বিভিন্ন ভিডিও চিত্র ও কলমের কালির মাধ্যমে তারা বন্যা কবলিত মানুষের অবস্থান তুলে ধরছে। এতে মানুষ জানতে কোথায় কি সমস্যা রয়েছে।