ঢাকা আশুলিয়া হাজী ইউনূছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকার কে পিঠিয়ে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষক লাঞ্চনাকারীদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলার আয়োজনে ৩ জুলাই রবিবার উপজেলা থানা প্রাঙ্গণে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিছবাহুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সাইফুল ইসলাম, আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তুল মোদাররেসিনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস শাকুর, সাংগঠনিক সম্পাদক কাজী এম এ জলিল, এ বি এম কিবরিয়া মঈনুল, সহ ফেঞ্চুগঞ্জের বিভিন্ন শিক্ষক সংগঠন ও শিক্ষকরা। বক্তারা বলেন – অবিলম্বে শিক্ষক নির্যাতন বন্ধ করতে হবে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে।