বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত এর উদ্যোগে সিলেটের ফেঞ্চুগঞ্জের সকল ইউনিয়নে ধাপে ধাপে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ (শুক্রবার) ১ জুলাই দুপুরে উপজেলার নুরপুরে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি আলহাজ্ব মাওলানা হারুনুর রশীদ, গ্রীন ক্রিসেন্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সমাজকর্মী সোহেল আহমদ, স্থানীয় ইউপি সদস্য – নজরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক সাবুল আহমদ, সমাজকর্মী সুমন আহমদ চৌধুরী, বাবলা দাস, জনি আহমেদ, প্রমুখ। এ এসময় ২৫০ জন বন্যাদুর্গত মানুষের মধ্যে এসব খাদ্য সহায়তা ও অর্থ বিতরণ করা হয়।