সিলেটের ফেঞ্চুগঞ্জে স্বরণকালের ভয়াবহ বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অফ ইউএসএ (ইনক) সদস্যরা। সংঘঠনটি ইতমধ্যে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে গত ৭ দিন যাবত ধারাবাহিক খাদ্য সহায়তা (রান্না করা) দিয়ে আসছে। এরই কার্যক্রম হিসেবে আজ (বৃহস্পতিবার) ৩০ শে জুন সকালে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু করেছে।
সংগঠনের সভাপতি জুনেদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাওসারুজ্জামান কয়েস এর দিক নির্দেশনা এবং অন্যান্য সদস্যদের সহযোগিতা এ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লোকমান হোসেন লুকু, হেলাল, জাহেদ আহমেদ, হোসাইন আহমদ, সেলিম আহমদ, শামীম আহমদ, ঘিলাছড়া জমিরুন্নেছা একাডেমির শিক্ষক প্রতিনিধি সোহাগ আহমেদ, সহ অন্যান্যরা এ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
সংগঠনের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রেখন আহমেদ জানান, আমরা ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের মাধ্যমে বিগত করোনাকালীন সময়েও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং বর্তমানেও এই দুর্যোগ মোকাবেলায় আমরা নিয়মিত কার্যক্রম করে আসছি। এর মধ্যে আমরা গত এক সপ্তাহ প্রতিটি আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করেছি এবং আজ সকাল থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ শুরু করেছি। এবং যতদিন বন্যাদুর্গত মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে আমরা তাদের খাবার দেব এবং তাদের পুনর্বাসনের জন্য আমাদের পক্ষে চেষ্টা করব।
চিকিৎসা প্রদান করেন – ডাক্তার দুলাল হোসেন, ডা.সাব্বির আহমেদ, ডাক্তার ফারহানা মিতু, ডা. কেশব দাস।
উল্লেখ্য সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে এ পর্যন্ত প্রায় সকল প্রবাসী সংগঠন সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে।