বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার উদ্যোগে ‘আর্ত-মানবতার সেবায় কিংবদন্তী মানবসেবী মাদার তেরেসার অবদান’ শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠান গত শনিবার বিকালে ঢাকাস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ বছর শিক্ষা, সমাজসেবা ও সাংগঠনিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২২ লাভ করেছেন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃতি সন্তান, ইসলামিক ফাউন্ডেশন- মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জাতীয় ইমাম সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাষাসৈনিক মঞ্জুরুল হক সিকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বরেণ্য কথাসাহিত্যিক মোঃ মঈনুদ্দিন কাজল।
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার চেয়ারম্যান লায়ন এ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবি এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ঢাকার নবাব পরিবারের কৃতিসন্তান ইমরানা শহিদুল্লাহ, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর হোসেন মোল্লা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার বিশিষ্ট কলামিস্ট প্রফেসর আকবর সিরাজী, কেবিএস ব্রান্ড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সালাম বাবু, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইদ্রিস আলী এবং জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগরের চিফ কো-অর্ডিনেটর বিশিষ্ট সমাজসেবক জহরলাল চক্রবর্তী।
বিশিষ্ট সাংবাদিক, লেখক মোঃ জাহিদ হাসান চঞ্চলের উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন প্রশিক্ষণ সংস্থা কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি শাহানা হক, আর এম ফাউন্ডেশন, কুমিল্লার চেয়ারম্যান রুমি রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, দৈনিক আলোরজগত-এর সম্পাদক মোঃ ফারুক আলম তালুকদার, বিশিষ্ট চিকিৎসক ডা. এ্যাডভোকেট মোঃ মুজিবুর রহমান, সেভ দি হাঙ্গরী (সাথী) নির্বাহী পরিচালক ডা. এস এম আবু হোসাইন, লিলি সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আনিসা খাতুন টুনি, বিশিষ্ট সমাজকর্মী রোকেয়া বেগম আলো, বিশিষ্ট কণ্ঠশিল্পী দিলরুবা নাসরিন, সবুজ বৃক্ষ জলবায়ু পরিবর্তন ও ভেষজ সোসাইটি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রতিবাদী কবি মোঃ সাহিদুল ইসলাম দিনাজী, বিশিষ্ট মানবাধিকার কর্মী মোঃ আব্দুল আলিম সিরাজী, সংবর্ধিত অতিথি ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন।
উল্লেখ্য, এর আগে কে.এম. মিনহাজ উদ্দিন জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহা জাতীয় স্মৃতি পদক, এ.কে ফজলুলু হক, পল্লী কবি জসীম উদ্দীন স্মৃতি সম্মাননা জাতীয় পদক সহ স্থানীয় পদক লাভ করেছেন।