সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন বর্তমান প্রবল বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা বদরুদ্দোজা দিনরাত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য তিনি তার নিজ ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে নিয়মিত খোজ খবর নিচ্ছেন এবং সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে যাচ্ছেন।
তিনি জানান, আমি নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম জনগণের পাশে থাকব এবং সুঠু বন্টন করব তা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। তিনি আরও জানান আমি এ পর্যন্ত আমার ইউনিয়নের ৯০০ পরিবারকে ১০ কেজি করে সরকার থেকে বরাদ্দ চাল বিতরণ করেছি। এছাড়াও তিনি ১০০ পরিবারকে শুকনো খাবার এবং আগামীকাল (রবিবার) আরও ১৫০ টি পরিবারকে বিতরণ করবেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত সরকার কতৃক যত বরাদ্দ এসেছে তা আমি জনগণের মধ্যে সুঠু বন্টন করার চেষ্টা করেছি।