সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের যুব সমাজ ও প্রবাসী ব্যক্তিদের নিয়ে গঠিত সংঘঠন ‘আমরা তরুণ সেচ্ছাসেবী’ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের উদ্যোগে ২৪ জুন শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম ফরিদপুর, বারহাল, জেটিঘাট সহ বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেন সংস্থার সভাপতি মশিউর রহমান রিপন।
আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি কামাল আহমদ, ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ আরিফুর রহমান, সদস্য মুজিবুর রহমান, নয়ন, মিরাজ, আলি, হাসান, খালেদ, আব্দুল বারিক, সামিদুর রহমান, আবু তাহেফ, জাপলু, নাসির, প্রমুখ।
এ সময় তারা পানিবন্দী ঘরে ঘরে খাদ্য সহায়তা বিতরণ করেন এবং পাশাপাশি ফরিদপুর আশ্রয়কেন্দ্রেও খাদ্য সহায়তা বিতরণ করেন।