বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সাবেক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, সিলেটের বন্যার বরাদ্দ ও সরকারি ত্রাণ কার্যক্রম নিয়ে কিছু কুচক্রী মহল ভ্রান্ত মন্তব্য ছড়াচ্ছে এবং মানুষকে সঠিক তথ্য ও সেবা থেকে বঞ্চিত করছে। ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধীরাই এই ষড়যন্ত্রের অংশ। প্রধানমন্ত্রী নিজে সিলেটে এসেছেন এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিশেষ করে বৃত্তবান মানুষদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
তিনি আরও বলেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃড় চিন্তা চেতনার ফলে যেখানে বিগত বছরগুলোতে অনেক বড় বড় উন্নয়নশীল রাষ্ট্র করোনা নিয়ন্ত্রণে হিমশিম খেয়েছে সেখানে আমাদের দেশে সরকারের নির্ধারিত পরিকল্পনা ও বাস্তবায়নের ফলে করোনা মহামারী তেমন প্রকট আকার ধারণ করতে পারেনি। নিঃসন্দেহে বর্তমান সরকার এই বন্যার মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট বরাদ্দ অব্যাহত রেখেছেন এবং মানুষের সহযোগিতার জন্য সেনাবাহিনী নিয়োজিত করেছেন। এজন্য আতংকিত না হয়ে সবাই মিলে মানুষের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারলেই একটি সুন্দর বাংলাদেশ এবং শেখ হাসিনার ২০৪১ সালের ভিষণ বাস্তবায়ন করা সম্ভব।
তিনি আজ শুক্রবার ২৪ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সার্বিক তত্বাবধানে ও আলহাজ্ব বশীর আলী ফাউন্ডেশনের অর্থায়নে সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা সহ অন্যান্য এলাকায় বন্যায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা হিসেবে ত্রাণ সহায়তা বিতরণ পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।
পানিবন্দী মানুষের মধ্যে তিনি শুকনা খাবার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে বিতরণ করেন।