বাংলাদেশ গণ অধিকার পরিষদ”র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সামাদ খানের পক্ষ থেকে গোলাপগঞ্জে বর্ন্যাত্যদের আশ্রয়কেন্দ্রে প্রতিদিন খাদ্য সামগ্রী দেওয়া হবে।
সোমবার ১৯ জুন,২০২২ইং থেকে বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের জন্য বন্যা থাকাকালীন অবস্থায় আশ্রয় কেন্দ্রে প্রতিদিন প্রয়োজনীয় খাবার ব্যবস্থা করা হবে।
জানা যায়, গোলাপগঞ্জের প্রধান ৪ টি আশ্রয় কেন্দ্র: গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি,হাজী জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,কদমরসুল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং গোলাপগঞ্জ আশ্রয়কেন্দ্র। এই প্রধান ৪ টি আশ্রয়কেন্দ্রে বন্যা থাকাকালীন সময় প্রতিদিন খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করবেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সামাদ খান।