সিলেটের ফেঞ্চুগঞ্জে দিন দিন ঘরে ডুকে যাচ্ছে বন্যার পানি তারই ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নবাসীকে নিম্নোক্ত ঠিকানায় আশ্রয় নেওয়ার আহবান জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা বদরুদ্দোজা।
তিনি এক বার্তায় উল্লেখ করেন -১নং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের বন্যা পরিস্থিতি
১নং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের প্রায় ১০০০টি ঘরে পানী উঠে গেছে।
৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।আশ্রয় কেন্দ্র হল।
১/ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫টি পরিবার এসেছে,লোক সংখ্যা৯৬ জন।
২/কাসিম আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে, ১৮টি পরিবার এসেছে, লোক সংখ্যা ৬৩জন
৩/পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে০ টি পরিবার এসেছে, লোক সংখ্যা ০ জন
৪/ছত্তিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ টি পরিবার এসেছে, লোক সংখ্যা ৩২জন
৫/চন্ডি প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে২০টি পরিবার এসেছে, লোক সংখ্যা ৭৮ জন
৬/আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি পরিবার এসেছে, লোক সংখ্যা৩০জন
মোট=৭৬টি পরিবার ও ২৯৯জন লোক সংখ্যা আশ্রয় কেন্দ্র সমুহে আছে।
বিশেষ প্রয়োজনে চেয়ারম্যান কিংবা ইউপি সদস্যদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি