সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে এসেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার যুবনেতা ও তরুণ সমাজসেবক মো. আয়েদ মিয়া। তিনি আজ ১৯ জুন রবিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনা খাবার নিয়ে আশ্রয়কেন্দ্র সহ বানাবাসী এলাকার বিভিন্ন পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন – ফরিদপুর এলাকার বাসিন্দা রিপন আহমেদ, শাহ কামাল মিয়া, জাপলু, ইউপি সদস্য মহিতুষ চক্রবর্তী, ছাত্রনেতা শরিফ আহমদ, ইয়াসিন আহমেদ, কাইয়ুম, প্রমুখ।
খাদ্য বিতরণকালে যুবনেতা ও সমাজকর্মী মো. আয়েদ মিয়া জানান, মানুষ মানুষের জন্য। এজন্য আমরা সামান্য চেষ্টা করেছি বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আরও যারা রয়েছেন তাদেরকেও আহবান জানাই দেশের এই দুর্যোগ মোকাবেলায় সবাই এগিয়ে আসুন।
উল্লেখ্য – পানিবন্দী পরিবারের কাছে সাবেক যুবনেতা ও সমাজকর্মী মো. আয়েদ মিয়া পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার নিজ অর্থায়নে পৌঁছে দেন।