বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা আলিম মাদরাসার প্রাক্তন এডহক কমিটির সভাপতি হাফিজ হোসাইন মোহাম্মদ বাবু বলেছেন, দিন দিন মাদরাসা শিক্ষার গুরুত্ব বাড়ছে। সরকার আগের তুলনায় মাদরাসা শিক্ষার প্রতি অত্যন্ত যত্নশীল৷ প্রতিটি সরকারি ক্যাটাগরিতে মাদরাসা ছাত্রছাত্রীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য মাদরাসা শিক্ষার প্রসার ও প্রতিষ্ঠানের একাডেমিক কাঠামো আরও গতিশীল করতে হবে।
তিনি আজ ১৬ জুন বৃহস্পতিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা আলিম মাদরাসার ২০২২ সালের দাখিল পরিক্ষার্থীদের দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহা উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহি উদ্দিন, দৈনিক সিলেটের সূর্য পত্রিকার সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, মাদরাসার কমিটির সদস্য ফয়েজুল হক, মাদরাসার শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা আতাউর রহমান, নবী হোসেন নবীন, আব্দুস সালাম, প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুহি উদ্দিন।
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন দাখিল পরিক্ষার্থী তালাল আহমদ।