ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ ১৪ই মে মঙ্গলবার সালুটিকর বাজারে। বিশাল বিক্ষোভ মিছিল শেষে সালুটিকর সিএনজি স্ট্যান্ডের মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সালুটিকর মুসলিম ঐক্য পর্ষদের আহবায়ক মাও. রফীক আহমদ মহল্লীর সভাপতিত্বে, পিটুনিয়া একাডেমির পরিচালক ইমরান আহমদেন সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ হতে ভারতীয় জনতা পার্টি বিজেপির বহিস্কৃত মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জানিয়ে বক্তব্য রাখেন চৌধুরীর কান্দি মাদরাসার মুহতামিম মাওঃ লুকমান আহমদ, চলিতা বাড়ী মাদরাসার মুহতামিম মাওঃ শফিকুর রহমান,পিয়াইনগুল জামিয়ার প্রিন্সিপাল মাওঃ আছাদ আহমদ,দশ গাঁও নওয়া গাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাও আব্দুল কাদির, নওয়া গাঁও মাদরাসার মুহতামিম মাও নেছার আহমদ,বহর আলোর দিশারীর সেক্রেটারী জনাব জালাল সিদ্দিকী,নন্দির গাওঁ দারুস সালাম মাদরাসার সিনিয়র শিক্ষক মাও আলী হুসাইন,মাওঃ আইয়ুব, হাফেজ মাওলানা আতিকুর রহমান ইমরান, মাওঃ মুশাহিদ আলী,।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলিন সালুটিকর বাজার মসজিদের ইমাম মাওঃ আব্দুর রব, সালুটিকর সি এন জি ষ্টপিজ এর সেক্রেটারী জনাব আজাদ হুসাইন,নন্দির গাঁও জামিয়া দারুস সালাম মাদরাসার শিক্ষা সচিব ,মিত্রিমহল আল মদীনা ইসলামী একাডেমির শিক্ষা সচিম মাওঃ শরীফ উদ্দিন,বহর আলোর দিশারীর সভাপতি জনাব জয়নাল আবেদীন,রাণীগন্জ দারুচ্ছুন্নাহ মাদরাসার নায়িবে মুহতামিম,মাওঃ তৈয়বুর রহমান, পিয়ানগুল জামিয়ার শিক্ষক জনাব মালেক আহমদ,ইসলামীর আন্দোলনের সভাপতি হাঃ নছির উদ্দিন,পরিষদের সদস্য জনাব বিলাল উদ্দিন, মাওঃ আজিমুদ্দিন,হাজী মাশুক আহমদ,মেম্বার মুশাহিদ আলী,সি এন জি ষ্টপিজের যুগ্ম সম্পাদক জনাব আনসার উদ্দিন,প্রমুখ নেতৃবৃন্দ।। প্রতিবাদ সমাবেশ হতে বক্তাগণ বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) আমাদের কলিজার টুকরা সেই নবীকে কটুক্তি। মুসলিম জাতি কোন দিন মেনে নেবে না। প্রয়োজনে এর জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত। তারপরও এর প্রতিবাদ আমরা দোষীদের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত করে যাবো। বক্তাগণ এর সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেয়া হলে বক্তাগণ ভারতীয় পণ্য বর্জনের হুমকি প্রদান করেন।
উক্ত সমাবেশে জামিয়া ইসলামিয়া দারুস সালাম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামীম মাওলানা রফীক আহমদ মহল্লী বলেন, ভারতের বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে মন্তব্য করে এবং মুসলিমদের অপমান-অবমাননা করে কথা বলে থাকে। আমরা তাদের এ মন্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহ্বান জানায় তারা যেনো ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেনো সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং ভারতীয় পণ্য বর্জনসহ নুপুর শর্মাকে ফাঁসির দাবী জানান।