ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ হলিয়ার পাড়া ফাজিল ডিগ্রী মাদরাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে আজ ১২ জুন, রবিবার মাদরাসা হলরুমে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাদরাসা অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গভেষক হযরত মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
মাদরাসা গভর্ণিং বডি সহ সভাপতি মোঃআব্দুল গনি সোহাগ এর সভাপতিত্বে, মাদরাসা সহকারী শিক্ষক মাওলানা মহিউদ্দিন এমরান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা নূরুল হক,আরবী প্রভাষক মাওলানা ফরিদ আহমদ, ইংরেজি প্রভাষক জনাব আলী আসগার,ইতিহাস প্রভাষক মাস্টার কাজী আরিফ, সহকারী শিক্ষক মাস্টার মিজানুর রহমান।
মাদরাসা ছাত্র মাসুম আহমদের কোরআন তেলাওয়াত ও রায়হান আহমদ এর নাতে রাসূল(সা) পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদরাসা অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম,
বিদায়ী ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাদরাসা ছাত্র মো.জাহিদ হাসান,ছাত্র সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ভি পি মো.আশিকুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার বাংলা প্রভাষক মাষ্টার রফিকুল ইসলাম মল্লিক, মাওলানা আজমল হুসেন,জনাব তৌফিকুল ইসলাম, জনাব কাজী আরিফ, মাওলানা আবুল কালাম,মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী,মাস্টার ইসমাইল হুসেন, মাওলানা আব্দুর রউফ, মাওলানা হুসাইন আহমদ প্রমুখ।