যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, ফেঞ্চুগঞ্জ উপজেলার খিলপাড়া গ্রামের -ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র সভাপতি মুজিবুর রহমান মুজিব ইন্তেকাল হইয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
তিনি আজ ভোরে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন – আমি মুজিবুর রহমানের ইন্তেকালে অত্যন্ত ব্যথিত। তিনি ছিলেন একজন সমাজ সেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তাহার মৃত্যুতে আমরা এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি।
আমি তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তাহার শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।