সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় গণমাধ্যম ও সমাজভিত্তিক সংগঠনের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন সিআরপি-হিয়ার প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।
মানুষের জন্য ফাউন্ডেশনের ও এফসিডিওর সহযোগিতায় আজ মঙ্গলবার (৭জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্টিত এই মতবিনিময় সভা বাস্তবায়ন করেন পক্ষাঘাতগ্রস্তেদর পুনবার্সন কেন্দ্র (সিআরপি) ।
পরিষদের সভাপতি মোঃ নবী হোসেনের সভাপতিত্বে সিআরপি- হিয়ার প্রকল্পের বিভাগীয় প্রকল্প কর্মকর্তা মোঃ গিয়াসউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিআরপি – হিয়ার প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ তানবির আহম্মদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ ডিপিওর সুবিধাভোগী মোঃ গোলাম রব্বানী ও শাহীন আহম্মদ প্রমুখ।