সিলেটের ফেঞ্চুগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০২২ সালের সমাবেশ ২৯ মে রবিবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাফায়াত হোসেন। সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহমুদুল হক,
উপস্তিতি ছিলেন মোছাঃসেলিনা বেগম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কোম্পানীগঞ্জ. সিলেট উপস্তিতির ছিলেন মোঃ মিজানুর রহমান উপজেলা প্রশিক্ষক কোম্পানীগঞ্জ আনসার ও ভিডিপি সিলেট। বীর মুক্তিযোদ্ধা বাচ্ছু মিয়া। বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন রইফ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – আনসার বাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। দেশের যেকোনো প্রয়োজনে আনসার বাহিনী তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাবে বলে তিনি আশা করেন।